বিদ্যমান করোনা পরিস্থিতিতে শ্রমিক সংকট কাটিয়ে উঠতে কৃষকদের মাঝে বিনা মূল্যে ধান কাটা মেশিন বিতরণ করল ব্যাংক এশিয়া। ব্যাংক এশিয়ার কর্মকর্তাদের আর্থিক অনুদানে গঠিত তহবিল থেকে সম্প্রতি রাজশাহীর মন্ডুমালায় রাজশাহী ও নওগাঁ জেলার কৃষকদের মাঝে ছয়টি ধান কাটার মেশিন বিতরণ করা হয়। একেকটি মেশিন প্রতি ঘণ্টায় তিন বিঘা জমির ধান কাটতে সক্ষম।