You have reached your daily news limit

Please log in to continue


গোপন বিয়ে থাকেনি গোপন

‘এখই বিয়ের কথা ভাবছি না’, ‘আমার বিয়ে অথচ আমিই জানি না!’, ‘আমরা তো আসলে খুবই ভালো বন্ধু’—বিয়ে করে দিব্যি সংসার করে ঘুরে বেড়ানো দেশের অনেক তারকাই এমন কথা বলে বেড়ান। নানা অজুহাতে এসব তারকা তাঁদের বিয়ের কথাটি গোপন রাখার চেষ্টা করেন। অথচ একটা সময় ব্যর্থ হন। বিয়ের কথাটি প্রকাশ্যে আনতে বাধ্য হন। গোপনে সেরে নেওয়া বিয়ে প্রকাশ্যে এলে বলে দেন, ‘আমরা একেবারে ঘরোয়াভাবে বিয়ের অনুষ্ঠান করছি, তাই গণমাধ্যমে প্রকাশিত হোক, চাইনি। এই তো কিছুদিন আগের ঘটনা। বিয়ের ছয় বছর পার করে স্ত্রী ও সন্তানদের কথা জানান চিত্রনায়ক সাইমন সাদিক। ঢালিউডের এই সময়ের জনপ্রিয় নায়ক যখন বিয়ের কাজটি সেরে নেন, তত দিনে দেশের প্রেক্ষাগৃহে তাঁর একাধিক ছবি মুক্তি পায়। স্ত্রী ও পরিবারের অন্য সদস্যদের পরামর্শে জনপ্রিয়তা কমে যাওয়ার আশঙ্কায় বিয়ের খবরটি চেপে যান সাইমন। ২০১৪ সালের ২৩ ডিসেম্বর একেবারে ঘরোয়া আয়োজনে বিয়ের কাজ সেরে নিলেও সম্প্রতি তা প্রকাশ্যে আনেন সাইমন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন