ঋত্বিক, নাকি সত্যজিৎ?

প্রথম আলো প্রকাশিত: ০৪ মে ২০২০, ০৮:২১

২ মে চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের জন্ম দিন গেল, একশ বছর। সে উদ্দেশ্যেই এই লেখার অবতারণা করছি— এ তর্কটা পুরোনো। কে বড় চলচ্চিত্রকার—ঋত্বিক, নাকি সত্যজিৎ? জানি বিষয়টা অনেকটা আপেলের সঙ্গে কমলা অথবা কমলার সঙ্গে আপেলের তুলনা দেওয়ার মতোই। তারপরও বাঙালি জাতি তর্ক করতে ভালোবাসে। আর সেই তর্কের বিষয় যদি হয় ঋত্বিক এবং সত্যজিৎ, তাহলে তো কথাই নেই। চলুন তর্কে নেমে পড়ি। ঋত্বিক ও সত্যজিৎ—দুই চলচ্চিত্রকার আমাদের উপমহাদেশের মহামূল্যবান সম্পদ। কে ছোট আর কে বড়, সে উচ্চতা মাপার মতো বাটখারা আমার হাতে নেই। আর সেটি সম্ভব নয়। রাজনৈতিক মতাদর্শের সঙ্গে সুভাষকে আমরা না মানলেও ভারতের স্বাধীনতার জন্য তাঁর ত্যাগকে আমরা আমাদের আত্মায় লালন করি। ঋত্বিক আর সত্যজিৎ দুজনই অনেক বড় মাপের চলচ্চিত্রকার। তাঁদের এই বড়ত্ব শুধু বাংলা অঞ্চলেই সীমাবদ্ধ থাকেনি। দুনিয়াজোড়া চলচ্চিত্রখ্যাতি তাঁদের। তারপরও আগেই বলেছি, আমরা তর্ক ভালোবাসি আর সেই তর্কের বিষয় যদি হয় ঋত্বিক, নাকি সত্যজিৎ—তাহলে তর্ক জারি থাকবে!

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও