কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গণস্বাস্থ্যের কিট পরীক্ষার জন্য অনুমোদন দেয়নি ওষুধ প্রশাসন

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২০, ২৩:১৫

গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত করোনা শনাক্তের কিটের সক্ষমতা পরীক্ষার অনুমতি দেয়া হয়নি বলে জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিভিন্ন সংবাদমাধ্যমে এই মর্মে সংবাদ পরিবেশিত হচ্ছে যে গণস্বাস্থ্য উদ্ভাবিত করোনা শনাক্তের কিট পরীক্ষার জন্য ওষুধ প্রশাসন অধিফেতর কর্তৃক অনুমোদন প্রদান করা হয়েছে, যা সঠিক নয়। প্রকৃতপক্ষে কিটের কার্যকারিতা পরীক্ষা করার জন্য সকল নিয়ম মেনে ওষুধ প্রশাসন কর্তৃক অনুমোদিত সিআরও-৩: আইসিডিডিআরবি এবং সিআরও-১০: বিএসএমএমইউ কর্তৃক সম্পন্ন করার জন্য গণস্বাস্থ্যের আবেদনের প্রেক্ষিতে অনুমতি প্রদান করা হয়েছে। উক্ত পারফরম্যান্স ট্রায়াল শেষে শেষে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও