![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F04%2F29%2Fbat_nilam.jpg%3Fitok%3DPFtV7Zs-)
ট্রিপল সেঞ্চুরির ব্যাট নিলামে তুলেছেন পাকিস্তান অধিনায়ক
এনটিভি
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২০, ১৭:২০
দিবা-রাত্রির টেস্টে প্রথম ট্রিপল সেঞ্চুরির নায়ক পাকিস্তান অধিনায়ক আজহার আলী। ২০১৬ সালে গোলাপি বলের ক্রিকেটে ইতিহাস গড়েন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেন ৩০২ রানের অপরাজিত ইনিংস। ইতিহাস গড়া সেই ব্যাটটাই এবার নিলামে তুলেছেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক। যার পুরো অর্থই ব্যায় হবে করোনা দুর্যোগে পড়া মানুষদের পেছনে। এখানেই শেষ নয়, নিজের আরেকটি প্রিয় জিনিস নিলামে তুলেছেন পাকিস্তান অধিনায়ক। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে শিরোপা জয়ের জার্সি। যাতে চ্যাম্পিয়ন পাকিস্তান দলের সব ক্রিকেটারের অটোগ্রাফ নেওয়া আছে। আজহার প্রিয় স্মারক দুটিরই ভিত্তি মূল্য রেখেছেন ১০ লাখ পাকিস্তানি রুপি। অনলাইনের মাধ্যমে যে কেউই স্মারক