সামাজিক দূরত্ব মেনে বিক্রি হলো ইফতার

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২০, ২০:০৯

করোনার সংক্রমণ ঝুঁকি রোধে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে শুরু হয়েছে এবারের ইফতার বিক্রি। করোনার কারণে ইফতারের দোকান বসানোর ওপর ছিলো নিষেধাজ্ঞা। তবে সেই নিষেধাজ্ঞা শিথিল করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে ইফতার বিক্রির অনুমতি দেয় ডিএমপি। তবে এদিন কম সংখ্যক রেস্তোরাঁ কিংবা দোকানে ইফতার বিক্রি করতে দেখা গেছে।

বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি জানিয়েছে, বুধবার থেকে একটি গাইডলাইন তৈরি করে পাঠানো হবে। এদিন থেকে আরো বেশি রেস্তোরাঁ খুলবে এবং ইফতার বিক্রির ব্যবস্থা করবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে নির্দেশনায় বলা হয়, ঢাকা মহানগরীর প্রতিষ্ঠিত রেস্টুরেন্ট/রেস্তোরাঁগুলো মঙ্গলবার থেকে ইফতারি প্রস্তুত করে বিক্রি করতে পারবে। তবে কেউ ফুটপাতে কোনও ধরনের ইফতারির পসরা বসিয়ে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় করতে পারবে না। নগরবাসী প্রতিষ্ঠিত রেস্টুরেন্ট/রেস্তোরাঁ থেকে ইফতারি ক্রয় করতে পারবেন। তবে রেস্টুরেন্ট/রেস্তোরাঁয় বসে ইফতার গ্রহণ করতে পারবেন না। ইফতারি বিক্রেতা এবং ক্রেতা সবাইকে অবশ্যই স্বাস্থ্যবিধি অনুসরণ করে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

ডিএমপি থেকে সুস্পষ্ট নির্দেশনা আসার পর মঙ্গলবার অনেক রেস্তোরাঁ ইফতার বিক্রির ব্যবস্থা করে উঠতে পারেনি। তবে রাজধানী ঘুরে দেখা গেছে বেশির ভাগ রেস্তোরাঁ বন্ধ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও