কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মানব কল্যাণে সর্বদা নিজেকে ব্যস্ত রাখতেন তিনি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২০, ২০:০৫

মানব কল্যাণে সর্বদা নিজেকে ব্যস্ত রাখতেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য প্রকৌশলী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। মৃত্যুর আগের দিনও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সবাইকে করোনাভাইরাস থেকে সুরক্ষায় নানা পরামর্শ দিয়ে গেছেন। এমনটি জানিয়েছেন মরহুমের সাবেক সমকর্মীরা। বুয়েট শিক্ষক সমিতির সভাপতি এ কে এম মাসুদ মরহুমের সৃতিচারণ করে বলেন, জামিলুর রেজা চৌধুরী স্যারের সঙ্গে জীবনের দীর্ঘ সময় আমরা বুয়েটে কাজ করেছি। তার কাছে কোনো সমস্যা নিয়ে গেলে সহজভাবে তিনি তা সমাধান করে দিতেন। তার মতো এমন উজ্জ্বল নক্ষত্র ও মেধাবী একজন মানুষকে হারিয়ে আমরা শোকাহত। এই শিক্ষক নেতা বলেন, স্যার সবসময় বুয়েটের কল্যাণে পাশে এসে দাঁড়িয়েছেন। মৃত্যুর আগের দিন (সোমবার) পর্যন্ত এ প্রতিষ্ঠানের সবাইকে করোনাভাইরাস থেকে রক্ষা করতে সচেষ্ট ছিলেন তিনি। দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত ভিডিও কনফারেন্সে নানা ধরনের দিকনির্দেশনা ও পরামর্শ দিয়েছেন। সলককে বাসায় থাকার পরামর্শ দিয়েছেন, অতি প্রয়োজনে কেউ বাসার বাইরে বের হলে মাস্ক পরে বের হওয়া, প্রয়োজনে পিপিই পরতে বলেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও