![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/04/28/ea86798228a4e024f541ba6cfd0e289a-5ea7c900bdb11.jpg?jadewits_media_id=1528513)
আঙুলের ছোঁয়ায় বাজার ও ইফতারি
প্রথম আলো
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২০, ১২:০৭
করোনার কারণে পাল্টে গেছে জীবনযাপন। অনেকের অফিসও এখন বাসায়। খুব বেশি জরুরি না হলে ঘরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে সবাইকে। ইকমার্স প্রতিষ্ঠানগুলোও সব ধরনের সেবা দিচ্ছে আগের চেয়ে আন্তরিকতার সঙ্গে। তাই নিত্যপণ্যের কেনাকাটার জন্যও বাইরে না গেলেও চলবে। ঘরে বসে অর্ডার করে পণ্য বুঝে নিন দুয়ার থেকে। রমজানে যাঁরা স্টার হোটেলের ইফতারি বা কলাবাগানের মামা হালিম মিস করছেন, তারাও ঘরে বসে...