অভাবে আছেন কণ্ঠশিল্পী আকবর। করোনার এই পরিস্থিতিতে ঘরে খাবার কেনার টাকাও নেই তার। এমন খবরই গণমাধ্যমে প্রকাশিত হয় গত কয়েকদিন। খবর প্রকাশের পর থেকেই খাবারে ভরে যাচ্ছিলে আকবরের বাসা। সোমবার সমকাল অনলাইনকে তথ্যটি আকবর নিজেই জানালেন।