রানু মণ্ডল। নাম শুনেই সবাই চিনবেন। কলকাতার রানাঘাটের স্টেশন থেকে তারকা বনে গেছেন তিনি। তবে তারকা হলেও অতীত যে ভুলে যাননি সেটা বোঝা গেলো এই করোনাকালেও।