এইচআইভি ও ফ্লুর ওষুধও পরীক্ষায় ব্যর্থ ভরসা এখন এনকোভ-১৯
দৈনিক আমাদের সময়
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২০, ০৮:৩০
করোনা ভাইরাস আক্রান্তদের চিকিৎসার জন্য অ্যান্টিভাইরাল ওষুধ রেমডেসিভির ক্লিনিক্যাল পরীক্ষায় ব্যর্থ হয়েছে বলে খবর আসার পর আরেকটি দুঃসংবাদ পেল বিশ্ব। এই রোগে চিকিৎসায় আরও দুটি সম্ভাবনাময় ওষুধও একই পরীক্ষায় ব্যর্থ হয়েছে। এর মধ্যে একটি হলো- এইচআইভি আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ব্যবহৃত লোপিনাভির ও রিটোনাভির-এর মিশ্রন এবং অন্যটি সাধারণ ফ্লুর ওষুধ আরবিডল। ফলে করোনা ভাইরাসের বহুল কাক্সিক্ষত প্রতিষেধকের জন্য বিশ্ববাসীর অপেক্ষা করতে হচ্ছে প্রাথমিক পরীক্ষা শেষে চূড়ান্ত পরীক্ষার পর মানবদেহে নতুন করে প্রয়োগ করা সিএইচএডিওএক্স-১ এনকোভ-১৯ নামের ভ্যাকসিনের জন্য। এরই মধ্যে অক্সফোর্ড…