কাসেম সোলাইমানি হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য!
এ বছরের জানুয়ারিতে বিশ্বের সবচেয়ে আলোচিত ঘটনা ছিল ইরানে রেভোলিউশনারি গার্ড বাহিনীর কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলাইমানি হত্যাকাণ্ড। ইরাকের বাগদাদ বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে তাকে হত্যা করে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে তাকে হত্যা করা হয়। এদিকে এতদিন এ হত্যাকাণ্ড নিয়ে জানা গেল নতুন তথ্য। ড্রোন হামলা চালিয়ে ইরানের কাসিম সোলাইমানিকে হত্যা করতে জার্মানির একটি বিমান ঘাঁটি ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্র।ড্রোন হামলা চালানোর জন্য জার্মানির রামস্টাইন বিমান ঘাঁটি ব্যবহার করা হয়। জার্মানির লেফ্ট পার্টি থেকে সোলাইমানি হত্যাকাণ্ডে চ্যান্সেলর ম্যার্কেল এবং জার্মান মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রীদের সংশ্লিষ্টতা নিয়ে তদন্তের আবেদন জানানো হয়েছিল। জার্মান প্রসিকিউটর গত মার্চেই তাদের ওই আবেদন নাকচ করে দিয়েছিলেন। তখন বিষয়টি গোপন রাখা হলেও এ সপ্তাহে এ সংক্রান্ত নথিপত্র প্রকাশ পায়। প্রসিকিউটরের তদন্ত না করার সিদ্ধান্ত ২০১৯ সালে মুনস্টার আদালতের দেয়া এক রায়ের বিরুদ্ধে প্রথম চ্যালেঞ্জ।