![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/04/23/575b3decef69ca12b3d80b88180667e4-5ea185e11cf34.jpg?jadewits_media_id=1527621)
সত্যজিৎ ঘরে বসে বানিয়েছিলেন যে ছবি
প্রথম আলো
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২০, ১৬:১৭
আজ সত্যজিৎ রায়ের ২৮তম মৃত্যুবার্ষিকী। ১৯৯২ সালের এই দিনটিতে এই বিশ্ববরেণ্য চলচ্চিত্র নির্মাতা মৃত্যুবরণ করেছিলেন। তাঁর এবারের মৃত্যুবার্ষিকীতে আমাদের সামনে কয়েকটি প্রশ্ন--করোনার এই দিনগুলিতে সত্যজিতের প্রাসঙ্গিকতা কতখানি? সত্যজিতের সৃষ্টি থেকে আমরা কী নিতে পারি এখন? ক্ষুধা ও রোগের এই কালে আসলে শিল্পের মূল্যই বা কতটা?