You have reached your daily news limit

Please log in to continue


ভেজা পোশাকে ঝড় তুললেন মোনামী (ভিডিও)

৩৬ বছর ছুঁই ছুঁই লুকটা কিশোরীর মতোই ধরে রেখেছেন মোনামী ঘোষ। দীর্ঘদিন ধরেই দর্শকদের মুগ্ধ করে আসছেন তিনি। এবার সিনেম্যাটিকভাবে হাজির হলেন এই অভিনেত্রী। সাদা পোশাক মোড়া শরীর। বৃষ্টির জল ভিজিয়ে দিচ্ছে গা। অলকা ইয়াগনিক কন্ঠে ‘তাল সে তাল মিলা’ গানে ঐশ্বরিয়ার সেই লাস্যময়ী অবতার মনে আছে? দর্শকের মনে ঝড় তোলা গানেরই রি-ক্রিয়েশন করলেন অভিনেত্রী মোনামী ঘোষ। লকডাউন চলছে, সবার মতোই তিনিও ঘরবন্দি। উপযুক্ত সেট নেই, তাতে কী? একের পর এক রঙবাহারি শাড়ি টাঙিয়ে তৈরি করে ফেললেন সেট। এরপর সাদা পোশাক আর হাল্কা মেকআপে তার লুক-ও নজরকাড়া। বৃষ্টি? সে ব্যবস্থাও হলো। তাঁর সিক্ত দেহ, শরীরী মোচড় নিমেষেই ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায়। নিজের ইন্সটাগ্রাম, ফেসবুক ও ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্রকাশ করার সঙ্গে সঙ্গেই ফ্যানেদের প্রশংসায় ভেসে গেলেন অভিনেত্রী। ফেসবুকের ক্যাপশনে লিখেছেন, আসে বৃষ্টির সুবাতাস বেয়ে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন