![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F04%2F23%2Fgulshan.jpg%3Fitok%3Dm-6bpacZ)
ভাঙল গুলশানের আট বছরের সংসার
এনটিভি
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২০, ১৫:৫৫
স্ত্রী কাল্লিরয় তিজিয়াফেতার সঙ্গে বিবাহ-সম্পর্কের ইতি টানলেন বলিউড অভিনেতা গুলশান দেবাইয়া। পারস্পরিক সম্মতির ভিত্তিতে এ দুজন বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘ আট বছরের সংসারজীবন ছিল এ দম্পতির। ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের প্রতিবেদনে জানা যায়, বিবাহবিচ্ছেদের এ খবর নিজেই জানিয়েছেন গুলশান দেবাইয়া। স্পটবয়কে দেওয়া সাক্ষাৎকারে এ অভিনেতা বলেন, ‘আমরা পারস্পরিক সম্মতিতে বিবাহবিচ্ছেদ করেছি!