সুচন্দার লেখা চিঠি পেয়ে আপ্লুত ববিতা, চম্পা
প্রথম আলো
প্রকাশিত: ২২ এপ্রিল ২০২০, ২২:১৩
গোটা পৃথিবীটাই যেন করোনাভাইরাসের জন্য থমকে গেছে। যদি কখনো কোনো দিন হঠাৎ করে দু-এক টুকরো সাদা মেঘ ভেসে আসে, তখন মনে হয় ওরা যেন বাংলাদেশের বার্তা নিয়ে এসেছে। মেঘ যেন বলছে, আমরা ভালো নেই, চিকিৎসা নেই, ঘরে খাবার নেই, আমরা বড্ড অসহায়, তখন অঝোরে কাঁদি—যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় থাকা দুই বোন ববিতা ও চম্পার কাছে লেখা চিঠিতে এমনটাই বলেছেন সুচন্দা।