দুর্গম পাহাড়েও করোনা
                        
                            ডেইলি স্টার
                        
                        
                        
                         প্রকাশিত: ২২ এপ্রিল ২০২০, ১৯:০৮
                        
                    
                বাংলাদেশের সবচেয়ে পুবের উপজেলা থানচিতে পাহাড়ি জনগোষ্ঠীর প্রথম একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ৩৮ বছরের ওই ব্যক্তি দুর্গম বড় মদক এলাকার।
সিভিল সার্জন ডা. অং সুই প্রু মারমা জানান, আক্রান্ত ব্যক্তি বান্দরবান সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে আছেন।
আক্রান্তের ছোট ভাই যিনি নিজেও হাসপাতালের আইসোলেশন সেন্টারে আছেন মোবাইল ফোনে জানান, গত ১০ এপ্রিল বড় মদকের বাড়িতে তার ভাইয়ের জ্বরের উপসর্গ দেখা যায়।