কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কেউ রাখেনা চার শতাধিক চলচ্চিত্রের অভিনেত্রী রেহানা জলির খোঁজ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২০ এপ্রিল ২০২০, ১৮:২২

কামাল আহমেদ পরিচালিত ‘মা ও ছেলে’ সিনেমায় বুলবুল আহমেদের বিপরীতে অভিনয়ের মাধ্যমে ঢাকাই সিনেমায় পথচলা শুরু করেছিলেন রেহানা জলি। আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ‘গোলমাল’, ‘মহারানী’, ‘চেতনা’, ‘বিরাজ বৌ’, ‘প্রেম প্রতিজ্ঞা’সহ ৪০টি সিনেমায় নায়িকা হয়েছেন। প্রথম সিনেমাতে অভিনয় করেই শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছিলেন তিনি । প্রথম মায়ের চরিত্রে অভিনয় করেন ‘প্রথম প্রেম’ সিনেমায়। ৩৫ বছরের ক্যারিয়ারে চিত্রনায়ক আলমগীর, রাজ্জাক, ইলিয়াস কাঞ্চন, ওমর সানী, মান্না, সালমান শাহ, মৌসুমী, শাবনূর, পপি, শাকিব খান, সাইমন ও বাপ্পীর মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। সবচেয়ে বেশি শাকিব খানের মা হিসেবে পর্দায় দেখা গেছে তাকে। আজ সেই মায়ের খোঁজ কেউ রাখে না কেউ। এভাবেই অভিমান প্রকাশ করলেন রেহানা জলি। কয়েক বছর আগে প্রথমে মেরুদণ্ডের হাড়ের সমস্যা ধরা পড়ে তার। এর পরপরই চিকিৎসক রেহানা জলিকে পুরোপুরি বিশ্রামে থাকার পরামর্শ দেন। এরপর তার ফুসফুসে ক্যানসারের জীবাণু পাওয়া যায়। শুরুর দিকে ফুসফুস ও হাড়ের চিকিৎসায় মাসে ৩০-৪০ হাজার টাকা খরচ হতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে অনুদান পেয়েছিলেন জলি। তা দিয়ে চিকিৎসা করিয়েছেন। এরপর থেকে কয়েক বছর থেকে বাড়িতেই বসে আছেন এই অভিনেত্রী। চলচ্চিত্রের এত মানুষের সঙ্গে এক সময় দিন পার করেছেন শুটিং করে। আজ কারও সঙ্গে দেখা হয় না তার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও