![](https://media.priyo.com/img/500x/https://www.jugantor.com/assets/news_photos/2020/04/19/image-299718-1587312501.jpg)
রাহুল দ্রাবিড় আমাকে বাচ্চা ছেলে মনে করত: সোয়ান
যুগান্তর
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২০, ২২:০৬
ইংল্যান্ডের সাবেক তারকা স্পিনার গ্রেম সোয়ান বলেছেন, রাহুল দ্রাবিড় আমার কাছে ছিল আতঙ্কের মতো। সে ছিল অবিশ্বাস্য এবং বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। আমার জীবনে ওর চেয়ে ভালো ব্যাটসম্যান দেখিনি। কাউন্টি ক্রিকেটে আমি ওর বিপক্ষে অনেকবার বল করেছি কিন্তু কখনও আউটই করতে পারিনি। দ্রাবিড় আমাকে ১১ বছর বয়সী বাচ্চা স্পিনার মনে করত।