You have reached your daily news limit

Please log in to continue


দেশের বাইরে থাকা ২১ শিল্পী জানালেন...

করোনা সংকটে যারা সামনে থেকে যুদ্ধ করছেন তাদেরকে উৎসর্গ করে দেশের ২১জন শিল্পী যারা বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন তারা কবিতা আবৃতি করে ভিডিও বার্তা দিয়েছেন। অভিনেত্রী নওশীন নাহরিন মৌয়ের পরিকল্পনায় বিশেষ এই ভিডিও বার্তা নির্মাণ করেছেন টনি ডায়েস। ৪ মিনিটেরে ভিডিওতে সহস্র সুমনের লেখা ‘এ যাত্রায় বেঁচে গেলে, ভীষণ করে বাঁচবো’ শিরোনামের কবিতাটি আবৃতি করতে দেখা গেছে তানিয়া আহমেদ, মোনালিসা, রুমানা, জামাল উদ্দিন হোসেন, মিলা হোসেন, শামীম শাহেদ, শিরিন বকুল, শ্রাবন্তী, কাজী উৎপল, তমালিকা কর্মকার, ডলি জহুর, শামসুল আলম বকুল, প্রিয়া ডায়েস, মহসিন রেজা, হিল্লোল, আফরোজা বানু, নওশীন নাহরিন মৌ, খাইরুল ইসলাম পাখি, রওশন আরা, টনি ডায়েস ও লুৎফুন নাহার লতাকে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন