কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ঢাবি শিক্ষকের শ্বাশুড়ি করোনায় আক্রান্ত, আবাসিক এলাকা লকডাউন

সময় টিভি প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২০, ২১:৩২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষকের শাশুড়ি (৭০) করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) ভোরে ওই বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনাক্ত হওয়া ওই বৃদ্ধার বয়স ৭০ বছর। এতে অমর একুশে হলের শিক্ষকদের আবাসিক ভবন লকডাউন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অমর একুশে হলের আবাসিক এলাকায় ৭০ বছরের বেশি বয়সী একজন বৃদ্ধার করোনা পজিটিভ ধরা পড়েছে। আক্রান্ত ব্যক্তি এক আবাসিক শিক্ষকের শাশুড়ি। পরে শিক্ষকদের আবাসিক ভবন লকডাউন করা হয়েছে।’ জানা গেছে, অমর একুশে হলের আবাসিক ওই শিক্ষকের শ্বশুরবাড়ি নারায়ণগঞ্জে। গত কয়েকদিন আগে তার শ্বশুর মারা যান। শাশুড়ি একা থাকায় তাকে অমর একুশে হলের শিক্ষকদের আবাসিক ভবনে নিয়ে আসা হয়। এরপর তার জ্বর হলে করোনা পরীক্ষা করলে পজিটিভ আসে। এর আগে, ঢাবি'র এক শিক্ষার্থী করোনায় পজিটিভ হন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও