![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/04/18/be96d23f219cf7f451dd12caa4229aea-5e9a8e51e92ae.jpg?jadewits_media_id=1526483)
ভুয়া মেইলে সতর্ক থাকুন
প্রথম আলো
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২০, ১১:২০
করোনাভাইরাসের আতঙ্ক কাজে লাগাতে মরিয়া হয়ে উঠেছে সাইবার দুর্বৃত্তরা। এ সময় ভুয়া মেইলে আপনার ইনবক্স ভরে উঠতে পারে। কোনোটিতে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার কথা বলতে পারে, কোনোটিতে ভয় দেখাতে পারে, আবার কোনোটিতে প্রলোভন দেখিয়ে লিংকে ক্লিক করতে বলতে পারে। এখন করোনাভাইরাস সম্পর্কিত লিংকযুক্ত মেইলে ক্লিক করা মানেই বিপদ।