এখন খেললে তাঁদের দাম কত হতো?
নেইমারের দাম ২২ কোটি ২০ লাখ ইউরো। কিলিয়ান এমবাপ্পের ১৮ কোটি। পেলে, ম্যারাডোনা, জিদান, রোনালদোরা এ যুগে খেললে দলবদলের বাজারে তাঁদের দাম কত হতো? হিসেবটা কাল্পনিকই। বাস্তবের দলবদল মূল্যে আরও অনেক কিছুরই হিসেব জড়িত থাকে। একজন ফুটবলারের বয়স, ফর্ম, বর্তমান ক্লাবের সঙ্গে চুক্তিতে কত বছর বাকি আছে তাঁর...এসব তো আছেই। এসব অঙ্ক কষে হিসেব করা যায়। কিন্তু অঙ্কের হিসেবে হয় না, এমন অনেক ব্যাপারও তো জড়িয়ে থাকে ফুটবলারদের দলবদলে। ওই ফুটবলারকে কিনতে চাওয়া ক্লাবের আর্থিক সঙ্গতি, কেনার ইচ্ছাই-বা আসলে কতটুকু, বর্তমান ক্লাবে তিনি কতটা গুরুত্বপূর্ণ...সেসব আছে। আর ভবিষ্যতে বিশ্বের সেরাদের সারিতে নাম লেখাতে পারেন, এমন সম্ভাবনাময় ফুটবলারের ক্ষেত্রে দেখা হয় তাঁর দর্শক বা ব্র্যান্ডগুলোকে টানার ক্ষমতাও। সব হিসেবে নিয়েই যদি বের করতে চাওয়া হয়, পেলে, ডিয়েগো ম্যারাডোনা, জিনেদিন জিদান, রোনালদো নাজারিও...ফুটবল ইতিহাস রাঙিয়ে যাওয়া পুরোনো এই তারকারা এ যুগে খেললে তাঁদের দাম কেমন হতো? দলবদলের বাজারটা এখন আর আগের মতো নেই, সে নিশ্চয়ই আলাদা করে বলার মতো কিছু নয়। গত দশকের শেষ দিকে ম্যানচেস্টার সিটিতে শেখ মনসুর আর এই দশকের শুরুতে পিএসজিতে নাসের আল-খেলাইফির হাত ধরে পেট্রোডলারের ঝনঝনানির আগে-পরের দলবদলের বাজার দুরকম। এরপর এল ২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে ২২ কোটি ২০ লাখ ইউরোতে বিশ্ব রেকর্ড গড়ে নেইমারের পিএসজিতে যাওয়া। এরপর থেকেই দলবদল মূল্য যেন আর কিছুতেই বাঁধ মানে না।