রোজার আগে আরেক দফা বাড়লো নিত্যপণ্যের দাম

কালের কণ্ঠ প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২০, ১৫:৪৫

রোজা আসতে আর সপ্তাহখানেক বাকি। এর মধ্যে আরেক দফা বেড়েছে চাল, ডাল, পেঁয়াজ রসূন, ছোলাসহ সবধরণের নিত্যপণ্যের দাম। সপ্তাহের ব্যধানে কিছু পণ্যের দাম ৫ থেকে ২০ টাকা বাড়লেও কিছু পণ্যের দাম দ্বিগুন হয়েছে। তবে দাম কমেছে সবজির। স্থির আছে ব্রয়লার মুরগি ও ডিমের দাম। এর আগে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দফায় দফায় বেড়েছে এসব নিত্যপণ্যের দাম।  ব্যবসায়ীরা বলছেন, শ্রমিক ও পরিবহন সংকটে পণ্যের সরবরাহ ঘাটতিতে দাম বাড়ছে। তবে ভোক্তাদের অভিযোগ অনেক ব্যবসায়ী কারসাজি করে দাম বাড়াচ্ছেন। রাজধানীর মুগদা, খিলগাঁ, বাসাবো, গোপীবাগ ও কারওয়ান বাজারসহ বিভিন্ন বাজারে ঘুরে ও খোঁজ নিয়ে এমন তথ্য পাওয়া যায়। শুক্রবার রাজধানীর বিভিন্ন খুচরা ব্যবসায়ীর দেয়া তথ্য অনুযায়ী, চিকন মিনিকেট ও নাজিরশাইল চাল বিক্রি হচ্ছে ৬২-৬৮ টাকা কেজি, গত সপ্তাহ যা ছিল ৫৬-৬৪ টাকা। মাঝারি মানের পাইজাম ও লতা বিক্রি হচ্ছে ৫২-৬০ টাকা, যা আগে ছিল ৫০-৫৫ টাকা। স্বর্ণা, বিআর-২৮, চায়না ইরি ইত্যাদি মোটা চাদের দাম ৪০-৫০ টাকা।  চালের চেয়ে বেশি বেড়েছে রমজানের অন্যান্য পণ্যের দাম। ছোলার দাম গতসপ্তাহের তুলনায় কেজিতে ১০টাকা বেড়ে এখন ৮০ থেকে ৮৫ টাকা বিক্রি হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও