![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1/uploads/media/2016/02/23/905f18ae1dfbe9b0cd1cea669a988927-.jpg?jadewits_media_id=67735)
‘মজা করে’ ৩৩৩ নম্বরে ফোন করে ত্রাণ চাওয়ায় ২৮ হাজার টাকা জরিমানা
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২০, ০২:০১
ত্রাণ পাওয়ার উপযোগী নন তারা। একজন ঠিকাদার, অপরজন ব্যবসায়ী। তারপরও মজা করে ৩৩৩ নম্বরে ফোন করে সরকারি ত্রাণ চান। এরপর রাতে প্রশাসনের লোকজন ত্রাণ নিয়ে হাজির হন ওই দুই ব্যক্তির বাড়িতে। পরে তারা জানান, কোনও ত্রাণ প্রয়োজন নেই। মজা করতে খামখেয়ালিভাবে ফোন দেওয়া হয়েছিল। এরপর ভ্রাম্যমাণ আদালত...