টেকনাফে ট্রলার থেকে ৩ শতাধিক রোহিঙ্গা উদ্ধার
সময় টিভি
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২০, ২৩:৩৪
কক্সবাজারের টেকনাফে একটি ট্রলার থেকে ৩ শতাধিক রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) রাত ৯টার দিকে টেকনাফের বাহারছড়ার হলবনিয়া পাড়া ঘাট থেকে তাদের উদ্ধার করে বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যরা। তারা মালয়েশিয়া যেতে না পেরে এই এলাকায় ফিরে আসেন। জানা গেছে, ৩ শতাধিক রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। তারা মালয়েশিয়া যেতে না পেরে ফেরত আসে। তাদের এক জায়গায় জড়ো করা হয়েছে। আটকরা বেশিরভাগ নারী ও শিশু।' তবে তাৎক্ষণিক ভাবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানা জায়নি।