সৌদি থেকে দেশে ফিরলেন ৩৬৬ বাংলাদেশি, আশকোনায় কোয়ারেন্টাইনে
সমকাল
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২০, ২২:৩৫
সৌদি আরবে আটকেপড়া কর্মরত কর্মী ও ওমরাহ হজযাত্রীসহ ৩৬৬ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। বুধবার রাত সাড়ে ৮টায় সৌদি আরবের জেদ্দা থেকে সৌদি এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে করে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন।তাদের ৮ নম্বর হ্যাঙ্গার গেট দিয়ে বের করে বিআরটিসি বাসে করে আশকোনা হাজী ক্যাম্পে কোয়ারেন্টাইনের জন্য নেওয়া হয়েছে। বিমানবন্দরে স্বাস্থ্য বিভাগের ইনচার্জ ডা. শাহরিয়ার সাজ্জাদ এ তথ্য নিশ্চিত করেছেন।বিমানবন্দর সূত্র জানায়, এসব যাত্রীদের অনেকেই সৌদি আরবের ডিপোটেশন সেন্টারে আটকা ছিলেন। অনেকে ওমরাহ হজে গিয়েছিলেন। করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে বাংলাদেশসহ বিভিন্ন দেশের সঙ্গে সৌদি আরব বিমান যোগাযোগ স্থগিত করে দিলে তারা সেখানে আটকা পড়েন। ওমরাহ হজযাত্রীদের ফিরতি টিকেট রয়েছে। অন্যদের সৌদি সরকারের খরচে দেশে পাঠানো হয়েছে।