![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/04/13/5a492d3c96853e9e3228b7ba843f8ad1-5e9416352512e.jpg?jadewits_media_id=1525234)
করোনায় মৃতের লাশ পোড়ানো বাধ্যতামূলক করেছে শ্রীলঙ্কা
প্রথম আলো
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২০, ১৩:২৭
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির মৃতদেহ দাহ করা বাধ্যতামূলক করেছে শ্রীলঙ্কা সরকার। দেশটির সংখ্যালঘু মুসলমানদের প্রতিবাদ অগ্রাহ্য করে রোববার শ্রীলঙ্কা সরকার এই নির্দেশ জারি করে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। করোনায় মৃতের লাশ পোড়ানো বাধ্যতামূলক করেছে শ্রীলঙ্কা