কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এমন দুর্যোগেও বাণিজ্য করছে বেসরকারি বিশ্ববিদ্যালয়

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১২ এপ্রিল ২০২০, ১৮:৫৯

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দেশের সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হলেও ভর্তি ও সেমিস্টার পরীক্ষা নিচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। দ্রুত টিউশন ফি পরিশোধ করতে শিক্ষার্থীদের চাপ দিচ্ছে তারা। এই সময়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে সকল কার্যক্রম বন্ধ রেখে অনলাইনে শিক্ষার্থীদের পাঠদান চালিয়ে যাওয়ার নির্দেশনা দিলেও তা মানা হচ্ছে না। জানা গেছে, ইউজিসির নির্দেশনা অমান্য করে নতুন শিক্ষার্থী ভর্তির প্রস্তুতি শুরু করেছে বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়। ইতোমধ্যে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় অনলাইনে সেমিস্টার পরীক্ষা ও খাতা মূল্যায়ন করতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের দ্রুত সেমিস্টার ফি পরিশোধের জন্য বলা হয়েছে। অর্থ পরিশোধে বিলম্ব করলে শাস্তিমূলক ব্যবস্থাসহ তাদের জরিমানা ফি পরিশোধ করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে হুঁশিয়ারি দেয়া হয়েছে। একাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এমন অভিযোগ করেছেন। এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন তারা। এ কারণে ইউজিসিতে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন ভুক্তভোগীরা। এদিকে গত শুক্রবার ইউজিসি থেকে জারি করা বিজ্ঞপ্তিতে করোনা পরিস্থিতির সময়ে অনলাইনে পরীক্ষাগ্রহণ, খাতামূল্যায়ন ও শিক্ষার্থী ভর্তি কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেয়া হয়। উদ্ভূত পরিস্থিতিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাগ্রহণ ও সামার সেমিস্টারে ভর্তি কার্যক্রম চালু রাখার মতো কোনো অনুকূল পরিবেশ নেই। তাই শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাস্থ্যগত বিষয়ে কমিশন ও সরকার গভীরভাবে উদ্বিগ্ন থাকায় এমন নির্দেশনা দ্বিতীয় দফায় জারি করা হয়। এর আগে গত ২৩ মার্চ একই নির্দেশনা জারি করে ইউজিসি। এ নির্দেশনা অমান্য করে বেশ কিছু বিশ্ববিদ্যালয় নতুন শিক্ষার্থী ভর্তি করার লক্ষ্যে অনলাইনে ফাইনাল পরীক্ষার নেয়ার প্রস্তুতি শুরু করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও