You have reached your daily news limit

Please log in to continue


করোনা: বিশ্ব অর্থ সংস্থাগুলোর কাছে টাকা চেয়েছে বাংলাদেশ

করোনাভাইরাসের (কোভিড ১৯) কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছে ৭৫০ মিলিয়ন ডলারের অর্থ সহায়তা চেয়েছে বাংলাদেশ।অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব মো. শাহাবুদ্দিন পাটোয়ারী রোববার (১২ এপ্রিল) বার্তা২৪.কম-কে এ তথ্য জানিয়ে বলেন, চলতি অর্থ বছর ২০১৯-২০২০ এর জন্য ২৫০ মিলিয়ন ডলার এবং আগামী অর্থ বছরের ২০২০-২১ এর জন্য ৫০০ মিলিয়ন ডলারের অর্থ বাজেট সহায়তা চেয়েছে বাংলাদেশ।অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, সম্প্রতি অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এই সহায়তা চেয়ে সংস্থাগুলোর কাছে চিঠি পাঠায়। সূত্র জানায়, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) এবং এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের কাছেও অর্থ সহায়তা চাওয়া হয়েছে। এ লক্ষ্যে আনুষ্ঠানিক আবেদন জানিয়ে পত্র দেওয়ার সাথে সাথে এসব দাতা সংস্থার সঙ্গে আলোচনাও শুরু হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন