বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি ক্যাপ্টেন (বরখাস্ত) আব্দুল মাজেদকে ফাঁসির মঞ্চে নেওয়ার আগে গোসল করিয়ে শেষবারের মতো খাবার খাওয়ানো শেষ হয়েছে। আজ শনিবার রাত সাড়ে ১০টায় কারাগারের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে এনটিভি অনলাইনকে বলেন, ‘সন্ধ্যার পর গোসল সারেন মাজেদ, তারপর রাত সাড়ে ৮টায় এশার নামাজ শেষ করেন। পরে তাকে শেষবারের মতো রাতে খাবার দেওয়া হয়।’ ফাঁসির মঞ্চে নেওয়ার আগে কারা মসজিদের ইমাম মাজেদকে তওবা পড়াবেন বলে ওই সূত্রটি নিশ্চিত করেছেন। সূত্রটি আরো নিশ্চিত করেছে সবকিছু ঠিক থাকলে রাত ১২টা ১ মিনিটে এই খুনির ফাঁসি কার্যকর করা হবে। এর আগে আজ শনিবার রাত পৌনে ৮টায় কারা মহাপরিদর্শক (আইজি প্রিজনস)
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.