ঘরে থাকতে হবে সন্ধ্যা ৬টা-সকাল ৬টা, অন্য সময়ও শর্ত
প্রথম আলো
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২০, ১৭:২৮
করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় সামাজিক দূরত্ব মেনে চলার ক্ষেত্রে কঠোর হচ্ছে সরকার। এখন থেকে সন্ধ্যা ছয়টা থেকে সকাল ছয়টা পর্যন্ত কেউ ঘরের বাইরে বের হতে পারবে না। এই নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে অন্য সময়েও অতি জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হতে সবার প্রতি অনুরোধ করা হয়েছে। গতকাল শুক্রবার জারি করা ছুটির আদেশটি সংশোধন করে নতুন সময়সীমা ঠিক করে আজ শনিবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগের দিনের প্রজ্ঞাপনে বলা হয়েছিল, সন্ধ্যা ছয়টার পর ঘর থেকে বের হওয়া যাবে না। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন আজ প্রথম আলোকে বলেন, এর মানে হলো সন্ধ্যা ছয়টার পর ওষুধের দোকান ছাড়া অন্যান্য দোকানপাটও বন্ধ থাকবে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ২ সপ্তাহ আগে