কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


করোনা নিয়ে উদ্বেগের মধ্যেই কঙ্গোতে নতুন করে ইবোলার হানা

ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে (ডিআরসি) নতুন করে একজনের মধ্যে ইবোলা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ তথ্য নিশ্চিত করেছে। একদিন পরেই (রবিবার) দেশটির সবচেয়ে বড় ইবোলা মহামারি শেষ হওয়ার ঘোষণা দেওয়ার কথা ছিল। তবে করোনা মহামারির মধ্যেই নতুন করে ইবোলা সংক্রমণের ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার খবর থেকে এসব তথ্য জানা গেছে।২০১৮ সালের আগস্টে ডিআরসিতে শুরু হয় ইবোলা মহামারি। দেশটির অন্যতম বড় এই মহামারিতে এখন পর্যন্ত দুই হাজার দুইশো মানুষের মৃত্যু হয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি সর্বশেষ আক্রান্ত শনাক্ত হয় দেশটিতে। ফলে আগামী রবিবার এই মহামারি অবসানের ঘোষণা দেওয়ার পরিকল্পনা চলছিল। তবে এর আগেই শুক্রবার নতুন আক্রান্ত শনাক্ত হয়।ইবোলা মহামারির কেন্দ্রস্থল বলে পরিচিত ডিআরসির পূর্বাঞ্চলীয় শহর বেনি। এই শহরেই নতুন সংক্রমণ ধরা পড়েছে। বৃহস্পতিবার সকালে একটি হাসপাতালে ওই ব্যক্তি মারা যায়। কয়েক দিন আগেই তার আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা দেয়।মহামারি প্রতিরোধে গঠিত বহুপাক্ষিক কমিটির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে বেনি অঞ্চলের এক ২৬ বছর বয়স্ক ব্যক্তি আক্রান্ত হয়েছে।’ ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘ডব্লিউএইচও’র সহায়তায় আমাদের দল ইতোমধ্যেই মাঠ পর্যায়ে গভীর তদন্ত শুরু করেছে এবং জনস্বাস্থ্য সম্পর্কিত কার্যাবলি বাস্তবায়ন করা হচ্ছে।’ডব্লিউএইচও মহাপরিচালক টেড্রোস আডানোম গেব্রিয়াসিস এক টুইট বার্তায় বলেছেন, ‘৫২ দিন কোনও আক্রান্ত না থাকার পর, মাঠ পর্যায়ের নজরদারি ও মোকাবিলায় গঠিত দল নতুন আক্রান্তের কথা নিশ্চিত করেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন