গণস্বাস্থ্য কেন্দ্রের ল্যাবে বৈদ্যুতিক গোলযোগ, কিট উৎপাদন বন্ধ
ডেইলি স্টার
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২০, ২২:২০
উৎপাদন চলাকালে বৈদ্যুতিক গোলযোগের কারণে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত করোনা পরীক্ষার কিট উৎপাদন সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। ফলে ১১ এপ্রিল সরকারকে কিট সরবরাহ করা সম্ভব হচ্ছে না।
করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার কিট তৈরি করে আগামী ১১ এপ্রিল সরকারের ওষুধ প্রশাসন অধিদপ্তর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আইইডিসিআর-সহ আরও কয়েকটি প্রতিষ্ঠানকে দেওয়ার কথা জানিয়েছিল গণস্বাস্থ্য কেন্দ্র।
তবে বৈদ্যুতিক গোলযোগের কারণে বন্ধ রয়েছে গণস্বাস্থ্য কেন্দ্রের দ্রুত করোনা শনাক্তকরণ কিট ‘র্যাপিড ডট ব্লট’-এর উৎপাদন।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।