কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষা শুরু

ডেইলি স্টার প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২০, ২০:৩৯

খুলনা মেডিকেল কলেজে করোনাভাইরাস পরীক্ষা শুরু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পরীক্ষাগারে পিসিআর যন্ত্র স্থাপনের মাধ্যমে এই কাজ শুরু হয়।

প্রথম দিন আশপাশের বিভিন্ন জেলা থেকে আসা ১২টি নমুনা পরীক্ষা করা হচ্ছে। এই যন্ত্র দিয়ে চার ঘণ্টা পর ফলাফল জানা যাবে। তবে ফলাফল নিশ্চিত হয়ে ঢাকায় আইইডিসিআর থেকে ঘোষণা করা হবে।

সংশ্লিষ্টরা জানান, পুরো খুলনা বিভাগের বিভিন্ন জায়গা থেকে অসংখ্য নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। বুধবার থেকে পুরোদমে নমুনা পরীক্ষা কার্যক্রম চলবে।

উদ্বোধনের সময় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, করোনাভাইরাস শনাক্তকরণ যন্ত্রের মাধ্যমে এ অঞ্চলের মানুষের করোনা শনাক্ত ও চিকিৎসা পাওয়ার সুযোগ সৃষ্টি হলো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও