![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F04%2F07%2Fjaved.jpg%3Fitok%3D44pKbZjP)
ভালো আছেন জাভেদ, দ্রুতই বাসায় ফিরবেন
এনটিভি
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২০, ১৭:১৫
সফল অস্ত্রোপচারের পর গতকাল সন্ধ্যায় কেবিনে স্থানান্তর করা হয়েছে এক সময়ের দাপুটে অভিনেতা ইলিয়াস জাভেদকে। বর্তমানে তিনি ভালো আছেন। দু-একদিনের মধ্যে বাসায় ফিরবেন বলে জানিয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক, চিত্রনায়ক জায়েদ খান। মূত্রনালিতে সমস্যার কারণে গত ৩ মার্চ রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন জাভেদ। গত শনিবার সকালে তাঁর সফল অস্ত্রোপচার হয়। গতকাল সোমবার সন্ধ্যায় তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে পাঠানো হয়। এ বিষয়ে এনটিভি অনলাইনকে জায়েদ খান বলেন, ‘গতকাল সন্ধ্যায় জাভেদ ভাইকে কেবিনে পাঠানো হয়েছে। আমি ভাইয়ের সঙ্গে দেখা করেছি। তিনি এখন ভালো আছেন, আমার সঙ্গে কথা বলেছেন।
- ট্যাগ:
- বিনোদন
- সুস্থ
- বাড়ি ফেরা
- ইলিয়াস জাভেদ
- ঢাকা