You have reached your daily news limit

Please log in to continue


খুলনায় তৈরি হলো সরকারি সম্পত্তির ছবিযুক্ত ডাটাবেজ

সরকারি সম্পত্তি দখল এবং অব্যবস্থাপনা দূর করতে খুলনায় তৈরি হলো ছবিযুক্ত ডাটাবেজ। খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে সম্প্রতি ৯টি উপজেলার অর্পিত সম্পত্তি, পরিত্যক্ত সম্পত্তি, হাটবাজার, খাস জমি এবং জলমহালের ছবিযুক্ত ডাটাবেজ প্রস্তুত করা হয়েছে। এর ফলে এখন থেকে সরকারি স্বার্থ রাস্তা এবং ভূমি ও সায়রাত ব্যবস্থাপনা সফটওয়্যারের (এলএসএম) মাধ্যমে ই-সেবা প্রদান করা সম্ভব হবে।দেশে সরকারি সম্পত্তির ছবিযুক্ত ডাটাবেজ তৈরির উদ্যোগ এটাই প্রথম। জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, ছবিযুক্ত ডাটাবেজ তৈরির ফলে ভূমি নিয়ে জটিলতা নিরসন, শতভাগ ভূমির রাজস্ব আদায় বৃদ্ধি এবং সরকারি সম্পত্তি অবৈধ দখলদার মুক্ত করতে এই ডিজিটাল ছবিযুক্ত ডাটাবেজ অগ্রণী ভূমিকা রাখবে।জেলা প্রশাসন সূত্র জানায়, জনসংখ্যার বৃদ্ধির ফলে জমির উপর চাপ সৃষ্টি হচ্ছে। দিন দিন কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে। এছাড়াও সরকারি খাস জমি, অর্পিত সম্পত্তি, পরিত্যক্ত সম্পত্তি, জলমহাল, হাটবাজার ইত্যাদি অবৈধ দখলে চলে যাচ্ছে। জেলা প্রশাসনের স্বল্প সংখ্যক জনবল দিয়ে বিশাল সরকারি সম্পত্তি সঠিক রক্ষণাবেক্ষণ, তদারকি করা সম্ভব হচ্ছে না। এর ফলে রাজস্ব আদায় দিন দিন কঠিন হয়ে যাচ্ছে এবং সরকারি জমি ব্যক্তি পর্যায়ে রেকর্ডও হয়ে যাচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য খুলনা সদর, ফুলতলা, দিঘলিয়া, রূপসা, তেরখাদা, ডুমুরিয়া, দাকোপ, বটিয়াঘাটা, পাইকগাছা এবং কয়রা উপজেলার অর্পিত সম্পত্তি, পরিত্যক্ত সম্পত্তি, হাটবাজার, খাস জমি ও জলমহালের ছবিসহ বর্তমান অবস্থার হালনাগাদ রেকর্ড সম্বলিত তথ্য ভান্ডার তৈরি করার পদক্ষেপ নেওয়া হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন