You have reached your daily news limit

Please log in to continue


টাঙ্গাইল জেলা ‘লকডাউন’ ঘোষণা

করোনা ভাইরাস (কোভিট-১৯) সংক্রমণের ঝুঁকি এড়াতে টাঙ্গাইল জেলা ‘লকডাউন’ ঘোষণা করা হয়েছে।  মঙ্গলবার (৭ এপ্রিল) মঙ্গলবার দুপুর ১২টার দিকে টাঙ্গাইল সার্কিট হাউজে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।  জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।  তিনি জানান, টাঙ্গাইল জেলার সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে। একই সঙ্গে টাঙ্গাইল পৌর এলাকার চতুর্দিকে চেকপোস্ট রয়েছে। যাতে করে শহরে বা জেলায় গণপরিবহনসহ কোনো ব্যক্তি প্রবেশ করতে না পারে, আবার কেউ যেন বাইরে যেতে না পারে। জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, সদর আসনের এমপি মো. ছানোয়ার হোসেন, লে. কর্নেল মোহাম্মদ সোহেল রানা, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোশারফ হোসেন খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শহীদ উল্লাহ, পৌর মেয়র জামিলুর রহমান মিরন, টাঙ্গাইল প্রেসক্লাবে সভাপতি জাফর আহমেদ প্রমুখ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন