![](https://media.priyo.com/img/500x/https://ichef.bbci.co.uk/news/660/cpsprodpb/17F4A/production/_111622189_bc3ee15c-bbd5-4f3b-8af9-9acfa499b8d7.jpg)
এবার করোনাভাইরাসে আক্রান্ত হলো একটি বাঘ
বিবিসি বাংলা (ইংল্যান্ড)
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২০, ১৭:৫১
যুক্তরাষ্ট্রে চার বছরের একটি বাঘিনীর করোনাভাইরাস ধরা পড়েছে। এটি একটি মালায়ান বাঘিনী। বাঘিনীর নাম নাদিয়া। এর সাথে আরো ছয়টি বাঘের এই সংক্রমণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিউইয়র্কের ব্রোঙ্কস চিড়িয়াখানায় থাকে বাঘিনীটি। চিড়িয়াখানার একজন কর্মীর মাধ্যমেই বাঘিনীর মধ্যে করোনাভাইরাসের জীবানু ছড়ায়। গত মাস থেকেই উপসর্গ দেখা যেতে শুরু করে বাঘিনীর মধ্যে। শুষ্ক কাশি দেখা যায় যার আগে সেই কর্মীর সরাসরি সংস্পর্শে এসেছিল বাঘিনীটি। চিড়িয়াখানার প্রধান পশু চিকিৎসক পল ক্যালে বলেন, "এই প্রথম আমরা পুরো বিশ্বে এমন একটি ঘটনার প্রমান পাই যেখানে একজন ব্যক্তির দ্বারা একটি পশুর মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ হয় এবং পশুটি এখন আসলেই অসুস্থ।"