কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চা দোকান বন্ধ করতে বলায় পুলিশের গায়ে গরম পানি ঢেলে দিলেন দোকানী

সমকাল প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২০, ১৬:৩৬

নাটোরের সিংড়ায় করোনা পরিস্থিতির কারণে চা দোকান বন্ধ করতে বলায় গ্রাম পুলিশের গায়ে গরম পানি ঢেলে দিয়েছেন মো. রাকিব নামে এক দোকানী।এতে সাজেদুল ইসলাম নামে ওই গ্রাম পুলিশের শরীর ঝলছে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চা দোকানী রাকিবকে আটক করেছে। রোববার বিকেলে উপজেলার সুকাশ ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুর্গাপুর বাজারে রোববার বিকেলে চা দোকান খোলা থাকায় বন্ধ করতে বলে গ্রাম পুলিশ সাজেদুল। দোকানী রাকিব দোকান বন্ধ না করে গ্রাম পুলিশকে গালমন্দ করেন। এতে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে চা দোকানী রাকিব ক্ষিপ্ত হয়ে গ্রাম পুলিশের গায়ে গরম পানি ঢেলে দেন। এতে তার শরীর ঝলছে যায়। সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইলিয়াস কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে চা দোকানীকে আটক করে। তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও