![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/04/05/c7d04c13c241eab309ae9909f6b24873-5e89fd705a8d1.jpg?jadewits_media_id=1523432)
মুঠোফোনে দন্ত রোগের চিকিৎসা
প্রথম আলো
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২০, ২১:৪৬
বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সদস্যদের মুঠোফোনে যোগাযোগ করে দন্ত রোগের চিকিৎসা নেওয়া যাবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সোসাইটির সদস্যরা মুঠোফোনে ভুক্তভোগীদের এমন চিকিৎসা দেবে। তবে দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতালে দন্ত রোগের চিকিৎসা চলছে।