কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রাজবাড়ী‌তে পত্রিকার হকার‌দের মা‌ঝে খাদ্যসামগ্রী বিতরণ

নয়া দিগন্ত প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২০, ১৭:৪৬

দৈনিক নয়াদিগন্ত অনলাইনে শুক্রবার সংবাদ প্রকাশের পর ক‌রোনাভাইরা‌সের প্রভা‌বে অসহায় হ‌য়ে পড়া রাজবাড়ী‌ জেলা শহ‌রে কর্মরত জাতীয় ও স্থানীয় দৈ‌নিক প‌ত্রিকার হকার‌দের মা‌ঝে খাদ্য সামগ্রী বিতরণ করে‌ছেন স্থানীয় দৈ‌নিক জনতার আদালত প‌ত্রিকার সম্পাদক ও কেন্দ্রীয় কৃষকলীগ নেতা নূ‌রে আলম সি‌দ্দিকী হক।  শ‌নিবার দুপু‌র ১২ টার দি‌কে জনতার আদালত প‌ত্রিকার সম্পাদক ও কেন্দ্রীয় কৃষকলীগ নেতা নূ‌রে আলম সি‌দ্দিকী হ‌কের নিজস্ব অর্থায়‌নে রাজবাড়ী প্রেসক্লাব সংলগ্ন সালমা হো‌টে‌লের দ্বিতীয় তলায় প‌ত্রিকার স্থায়ী কার্যাল‌য়ে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় শহ‌রের ১৪ জন অসহায় পত্রিকার হকা‌রের প্র‌ত্যেক‌কে ১০ কে‌জি চাল, ১ কে‌জি চাল, ১ লিটার তেল, ২ কে‌জি আলু ও এক‌টি ক‌রে সাবান দেওয়া হয়। বিতর‌ণে উপ‌স্থিত ছি‌লেন, জনতার আদালত পত্রিকার নির্বাহী সম্পাদক ও সমকাল প‌ত্রিকার জেলা প্র‌তি‌নি‌ধি সমিত্র শীল চন্দন। প‌ত্রিকার সম্পাদক ও‌ কৃষকলীগ নেতা নূ‌রে আলম সি‌দ্দিকী হক জানান, প্রাণঘাতি ক‌রোনাভাইরা‌সের থাবায় এখন সবার ম‌ধ্যে আতঙ্ক বিরাজ কর‌ছে। পাশাপা‌শি কর্মহীন হ‌য়ে অসহায় হ‌য়ে প‌ড়ে‌ছেন প্রায় সব শ্রেনী-‌পেশার মানুষ। সাধারণত যারা দিন এনে দি‌নে খায়, এমন মানুষ স‌বে‌চে‌য়ে বে‌শি অসহায়। দুঃসম‌য়ে খে‌টে খাওয়া ও‌ অসহায় মানু‌ষের পা‌শে সমা‌জের বৃত্তবানসহ সবাই‌কে এ‌গি‌য়ে আসার আহ্বান জানান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও