কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ইতালিতে প্রাণহানি ১৪ হাজার ছাড়াল

ঢাকা টাইমস প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২০, ২২:৪৪

প্রাণঘাতী করোনাভাইরাসে ইতালিতে দিনের পর দিন অবস্থা শুধু ভয়াবহই হচ্ছে। বাড়ছে আতঙ্কের মাত্রাও। জনগণকে সুরক্ষা দিতে ইতালি সরকার করোনা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে। তা সত্ত্বেও করোনাভাইরাসে ইতালিতে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। শুক্রবার প্রাণ হারিয়েছে ৭৬৬ জন। বৃহস্পতিবার ৭৬০ জন। বুধবার প্রাণহানির সংখ্যা ছিল ৭২৭ জন। এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ১৪ হাজার ৬৮১ জন। একদিনে নতুন আক্রান্ত চার হাজার ৫৮৫ জন। দেশটিতে গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা চার হাজার ৬৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক হাজার ৪৮০ জন। চিকিৎসাধীন ৮৫ হাজার ৩৮৮ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা এক লাখ ১৯ হাজার ৫২৭ জন বলে জানিয়েছেন নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি। তিনি বলেন, জনগণকে সুরক্ষা দিতে সরকার করোনা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। ফলে এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৯ হাজার ৭৫৮ জন। ইতালির ২১ অঞ্চলের মধ্যে লোম্বারদিয়ায় করোনার সবচেয়ে বেশি আক্রান্ত (মিলান, বেরগামো, ব্রেসিয়া, ক্রেমনাসহ) ১১টি প্রদেশ। আজ এ অঞ্চলে মারা গেছে ৩৫১ জন। শুধু এ অঞ্চলেই মৃত্যুর সংখ্যা বেড়ে আট হাজার ৩১১ জনে দাঁড়িয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ৫২০ জন। আজ মোট আক্রান্তের সংখ্যা এক হাজার ৪৫৫ জন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও