কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনার জন্য মানুষের পাপকেই দায়ী করলেন মাওলানা সাদ

কালের কণ্ঠ প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২০, ১৬:৫০

সারা বিশ্ব করোনা আতঙ্কে কাঁপছে। ১০ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর এই পরিস্থিতির জন্য মানুষের পাপকেই দায়ী করলেন তবলিগ জামাতের মাওলানা সাদ। নতুন এক অডিও বার্তায় তিনি বলেছেন, ‘এতে কোনো সন্দেহ নেই যে মানুষের পাপই করোনার সমস্যার জন্য দায়ী। আল্লাহ ক্ষুব্ধ হয়েছেন।’  গত কয়েকদিন ধরে নিজামুদ্দিন মারকাজের ওই মওলানার খোঁজ চলছে। তার বিরুদ্ধে এফআইআর হলেও কোনো খোঁজ এখনো পায়নি পুলিশ। এর মধ্যেই বৃহস্পতিবার রাতে সামনে এসেছে তার নতুন অডিও বার্তা। ইন্ডিয়া টুডেতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এর আগে এরকমই এক অডিও বার্তায় লকডাউন মানতে নিষেধ করেছিলেন। তবে এবার ওই বার্তায় তিনি বলেছেন, ‘সবারই উচিৎ লকডাউনের নিয়ম মেনে চলা ও চিকিৎসকের কথা শোনা। আমি নিজেও আইসোলেশনে আছি, সবারও উচিৎ নিয়ম মেনে চলা।’ এর আগের অডিও মেসেজে তিনি বলেছিলেন, ‘যদি আপনি মনে করেন যে আপনার মৃত্যু আসন্ন, তাহলে মসজিদই মৃত্যুবরণ করার সবথেকে ভালো জায়গা।’ নমাজ যাতে কেউ বন্ধ না করে সেই বার্তাও দিয়েছিলেন তিনি। তার দাবি, ‘মসজিদ ছেড়ে যাওয়া কখনই উচিৎ নয়। আল্লাহ যে রোগ দিয়েছেন, তা কোনো ডাক্তারেই ভালো করতে পারবে না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও