কুমিল্লায় প্রবাসীর বিয়ে বন্ধ করল প্রশাসন
কুমিল্লার নাঙ্গলকোটে উপজেলায় এক প্রবাসীর বিয়ে বন্ধ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার উপজেলার ঢালুয়া ইউনিয়নের মান্নারা গ্রামে অনুষ্ঠিত হতে যাওয়া এ বিয়ে বন্ধ করে কনের বাবার কাছ থেকে মুচলেকা নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুল। তিনি জানান, করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার সামাজিক ও পারস্পরিক দূরত্ব বজায় রাখতে বলেছে। অথচ এ নির্দেশ অমান্য করে উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের মন্তলী গ্রামের মালেশিয়া ফেরত নাহিদ নামে এ প্রবাসী জনসমাগম করে বিয়ের আয়োজন করেছেন। তাই অভিযান চালিয়ে এ বিয়ে বন্ধ করা হয়েছে। এদিকে একই দিন উপজেলার বাগমারা, শ্রীহাস্য, জোড্ডা, দৌলখাঁড়, বক্সগঞ্জ ও মান্নারা বাজারে অভিযান চালানো হয়। এসময় উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর পক্ষ থেকে দরিদ্রদের মাঝে মাস্ক, সেফটি হাত মোজা ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এছাড়া মাইকিং করে সচেতনতামূলক নানা দিক নিদের্শনা দেয়া হয়।