![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F04%2F01%2Fqgpnfsar.jpg%3Fitok%3DgWGx_ZUq)
সাংবাদিক নির্যাতন : কুড়িগ্রামের সাবেক ডিসি, আরডিসির বিরুদ্ধে মামলা রেকর্ড
এনটিভি
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২০, ২১:৩৫
সাংবাদিক আরিফুল ইসলামকে নির্যাতনের ঘটনায় অবশেষে হাইকোর্টের নির্দেশে কুড়িগ্রামের সাবেক ডিসি, আরডিসি এবং দুই নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ অজ্ঞাত ৪০ জনের বিরুদ্ধে সদর থানায় দায়ের করা এজাহারটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। মামলাটি গতকাল মঙ্গলবার রাতে রেকর্ড করা হয়। এর আগে গত ১৯ মার্চ কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরিফুল তাঁর প্রতিনিধির মাধ্যমে সদর থানায় এজাহারটি জমা দেন। মামলার আসামিরা হলেন, কুড়িগ্রাম থেকে প্রত্যাহার করে নেওয়া সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভীন, রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) নাজিম উদ্দীন, আরিফুলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকা