কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনায় অবরুদ্ধ জীবনে ‘অসহায়’ নিম্ন আয়ের মানুষ

বার্তা২৪ প্রকাশিত: ০১ এপ্রিল ২০২০, ১৮:১৪

সালামের সাথে কথা হলে তিনি বলেন, ভাত খেয়ে বাঁচলেই না করোনায় মরমু! রাস্তা-ঘাটে লোক নাই, রিকশা নিয়া বাইর হইলে যাত্রী পাই না! এমনও দিন গেছে সারা দিন রিকশা চালায়া জমার টাকা গ্যারেজে দিয়া খালি পকেটে ঘরে ফিরছি।বেতন-ভাতা না দিয়েই বন্ধ ঘোষণা করা হয়েছে প্রায় সব গার্মেন্টস। এতে করে ঢাকায় আটকা পরে মানবেতর জীবন যাপন করছেন হাজারো পোশাক শ্রমিকরা। সাভার হেমায়েতপুরের নতুন পাড়া এলাকায় মার্স ডিজাইন লিমিটেডের সাইড সিএম অপারেটর শামীম বলেন, এক দিন সন্ধ্যায় হুট করে কারখানায় গিয়ে নোটিশ দেখে জানলাম আমাদের অফিস বন্ধ, গেটে তালা দেওয়া। করোনায় কারখানা বন্ধ করে দিয়েছে ভালো কথা কিন্তু আমাদের কোন বেতন-ভাতা দেয়নি। এতে আমরা তীব্র অর্থ কষ্টে ভুগছি। কারখানা বন্ধ থাকায় কোন দোকানও আমাদের বাকি দিচ্ছে না।এছাড়া একই এলাকার হ্যাভেন ফ্যাশন লিমিটেড, আলেয়া, অর্কিড, সিসাল গ্রুপ লিমিটেডসহ, এ্যাপারেল ফোর লিমিটেডের মতো পোশাক কারখানায় কর্মরত শ্রমিকদের সাথে কথা বলে জানা গেছে, তারা কেউই বন্ধের সময় বেতন-ভাতা পায়নি। হুট করে কারখানা বন্ধ হওয়ায় স্থানীয় দোকানদাররা বাকিতে পণ্য বিক্রি বন্ধ করে দিয়েছে। এতে চরম বিপাকে আছেন তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও