কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মাগুরা সদর হাসপাতালে বেড পড়ে আছে, নেই রোগী

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ০১ এপ্রিল ২০২০, ১৭:১৮

করোনার প্রাদুর্ভাবের কারণে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের অন্তর্বিভাগ ও বহির্বিভাগ সব খানেই কমেছে রোগীর সংখ্যা। আগে যেখানে রোগী সামাল দিতে হিমশিম খেতে হতো এখন সেখানে হাসপাতালের বেশিরভাগ বেড খালি পড়ে আছে। বুধবার (১ এপ্রিল) জেলা সদরের এই হাসপাতালে মার্চের প্রথম সপ্তাহের তুলনায় বহির্বিভাগে রোগী কমেছে ছয় ভাগের পাঁচ ভাগ। অন্তর্বিভাগে আগের তুলনায় ভর্তি নেমে এসেছে অর্ধেকেরও কমে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, এই সময়ে জ্বর, সর্দি-কাশির রোগীই বেশি আসে। তাদের যেহেতু বাড়িতে থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে এই কারণেই কমেছে রোগীর সংখ্যা। হাসপাতাল সূত্র জানিয়েছে, মঙ্গলবার বহির্বিভাগে চিকিৎসাপত্র নিয়েছেন ২১১ জন। গত ৮ মার্চ প্রথম যেদিন বাংলাদেশে করোনা রোগী শনাক্ত হয় সেদিন এই সংখ্যা ছিল ১৩৬৭ জন। ১৯ দিনের ব্যবধানে রোগী নেমে এসেছে ছয় ভাগের এক ভাগে। অন্যদিকে সোমবার হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৬১ জন। ৮ মার্চ হাসপাতালে ভর্তি হয়েছিল ১৬৬ জন। চিকিৎসক ও সেবিকারা জানিয়েছেন, মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নাম হলেও এখানে ২৫০ শয্যার জনবল কাঠামো অনুমোদিত হয়নি। ফলে জনবল ও সুযোগ সুবিধার দিক দিয়ে এটি এখনো ১০০ শয্যার সদর হাসপাতাল। তারা জানিয়েছেন, ১০০ শয্যার এই হাসপাতালে স্বাভাবিক সময়ে প্রতিদিন রোগী থাকে তিনশো থেকে সাড়ে তিনশো। করোনা সংক্রমণের ঝুঁকির ভয়ে এখন সেই সংখ্যা নেমে এসেছে একশোর নিচে। চিকিৎসক ও সেবিকারা বলছেন, পারতো পক্ষে কেউ হাসপাতালে থাকতে চাইছেন না। প্রতিটি ওয়ার্ডে অর্ধেক বা তারও বেশি বেড খালি পড়ে আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও