বগুড়ায় করোনা ভাইরাস সংক্রমণে (কোভিড-১৯) আক্রান্ত সন্দেহে এক নারীকে (২৫) আইসোলেশনে নেওয়া হয়েছে। বর্তমানে তাকে ২৫০ শয্যার মোহাম্মদ আলী হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে। বুধবার (০১ এপ্রিল) দুপুর ১২টার দিকে ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়। এ নিয়ে ওই হাসপাতালে মোট চারজনকে আইসোলেশনে নেওয়া হলো। হাসপাতাল সূত্র জানায়, ওই ৪ জনের নমুনা পরীক্ষার জন্য বুধবার নিজস্ব পরিবহনে রাজশাহী মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। আগামী ৪৮ ঘন্টার মধ্যেই তাদের ফলাফল জানা যাবে। বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শফিক আমিন কাজল বাংলানিউজকে জানান, বুধবার দুপুরে হাসপাতালের আইসোলেশন ইউনিটে নেওয়া সে নারীর বাড়ি বগুড়া সদর উপজেলার নাটাইপাড়া এলাকায়। তিনদিন আগে থেকেই ওই নারী জ্বরে আক্রান্ত ছিলেন।এরপর তার কাশি, পাতলা পায়খানা এং শ্বাসকষ্ট দেখা দেয়। পরে মঙ্গলবার (৩১ মার্চ) ওই নারীকে বগুড়া টিএমএসএস মেডিক্যাল কলেজের টিচিং হাসপাতাল রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে তাকে বুধবার মোহাম্মদ আলী হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনি জানান, আইসোলেশনে নেওয়া ওই নারী বিদেশে ছিলেন না কিংবা কোনো বিদেশফেরত ব্যক্তির সংস্পর্শেও যাননি বলে জানা গেছে। ডা. শফিক আমিন কাজল আরও জানান, নতুন এই রোগীসহ আগে ভর্তি হওয়া ৩ জনের নমুনা পরীক্ষার জন্য আজই (বুধবার) সংগ্রহ করে নিজস্ব পরিবহনযোগে রাজশাহী মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।আগামী ৪৮ ঘন্টার মধ্যে ফলাফল পাওয়া যাবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.