![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1/uploads/media/2020/04/01/f51539ccd552f2a89d3b8b2783e971a5-5e8438066fd9b.jpeg?jadewits_media_id=662212)
স্বাধীনতার পর এবারই প্রথম ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান স্থগিত
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২০, ১২:৫৯
ভয়ংকর বোমা হামলা যে উৎসবকে থামাতে পারেনি সেটি স্থগিত হয়ে গেল অদৃশ্য করোনাভাইরাস প্রকোপের আশঙ্কায়। বাংলা নববর্ষকে ঘিরে ছায়ানটের আয়োজনে রমনা বটমূলের ঐতিহ্যবাহী বর্ষবরণ অনুষ্ঠানটি এবার হচ্ছে না। সে হিসেবে নতুন বছর বঙ্গাব্দ ১৪২৬ হাজির হবে খুব নীরবে। ৩১ মার্চ সকালে এমন সিদ্ধান্ত প্রথমে আসে...